Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সিপিএলে পাঁচ ম্যাচ খেলবেন মিরাজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১৮ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিপিএলে পাঁচ ম্যাচ খেলবেন মিরাজ

ঢাকা : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন মেহেদী হাসান মিরাজ। একদিন পর একই গন্তব্যের বিমান ধরবেন সাকিব আল হাসান। মিরাজ ও সাকিবকে অনুমতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

দুই-একদিনের মধ্যে মিরাজ হাতে পেয়ে যাবেন অনাপত্তিপত্র। মিরাজ জানান, সিপিএল খেলতে ১৫ আগস্ট পর্যন্ত অনুমতি পেয়েছেন। এ হিসেবে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলতে পারবেন মিরাজ।

৪ আগস্ট মিরাজের দলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া। পরবর্তী ম্যাচগুলো ৭, ৯, ১১ ও ১৪ আগস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন মিরাজ। নজর কাড়েন ক্রিকেট বিশ্বের। সিপিএল আসরের জন্য তাকে দলে টেনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় ব্র্যাড হজের বদলি হিসেবে মিরাজকে দলে ভেড়ায় ত্রিনবাগো। এ দলটিতে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, সুনীল নারিনকে।

সিপিএলে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। গত আসরে একই দলে খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer