Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিদ্দিকুরের চোখে আঘাত : পুলিশের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ২৪ জুলাই ২০১৭

আপডেট: ১৮:৪৩, ২৪ জুলাই ২০১৭

প্রিন্ট:

সিদ্দিকুরের চোখে আঘাত : পুলিশের তদন্ত কমিটি

ঢাকা : রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার সময় তিতুমীর কলেজ শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখে আঘাত পাওয়ার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে দেখতে গিয়ে একথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। তিন সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান ডিএমপির একজন যুগ্ম-কমিশনার।  

আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘আহত সিদ্দিকুরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। আহত স্থানটি দেখেছি। একটি টিয়ার শেল বা একটি ঢিলের আঘাতে একই সঙ্গে দুই চোখে আঘাত লাগতে পারে না। অনুসন্ধান করে তদন্ত করে কারণ বের করা হবে। এখানে অন্য কোনো পক্ষ থেকে স্যাবোটাজ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখব।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer