Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিটিআরসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ২০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিটিআরসি

ঢাকা : আদালতের আদেশ অনুযায়ী পাওনা পরিশোধ না করার অভিযোগ এনে সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিটিআরসি।

আদালতের নির্দেশনা অনুযায়ী গত বুধবার বিটিআরসি’কে ১৩০ কোটি এবং এনবিআরকে ১৪ কোটি টাকা পরিশোধ করে সিটিসেল।

কর্মকর্তারা বলেছেন, আদালতের অাদেশ অনুযায়ী অর্থ পরিশোধ হয় নি। যেটা পরিশোধ করা হয়েছে তা পর্যাপ্ত নয়।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিটিআরসি’র চেয়ারম্যান সিটিসেলের কার্যালয়ে গিয়ে স্পেকট্রাম স্থগিত করে দেয়। এরফলে সিটিসেলের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এদিন সন্ধ‌্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer