Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের জন্যে ৫শ’ একর জমি বরাদ্দ : বাণিজ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১১ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের জন্যে ৫শ’ একর জমি বরাদ্দ : বাণিজ্যমন্ত্রী

ঢাকা : বাংলাদেশে বিনিয়োগ করার জন্য সিঙ্গাপুরের ব্যবসায়ীদের প্রাথমিক পর্যায়ে ৫শ’ একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেল সফররত ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, বিনিয়োগ নীতিমালায় সহজে লাভসহ মূলধন ফেরত নেওয়ার সুযোগ থাকায় সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা বাড়াতে আগ্রহী হয়েছেন।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘সিঙ্গাপুরের বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ৪ হাজার কোটি টাকারও বেশি। আমাদের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক সম্পর্ক চীনের সঙ্গে। তারপর ভারত, তারপর সিঙ্গাপুর। তারা ১৫০টি বাংলাদেশি কোম্পানির সঙ্গে কাজ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছেন। আমরা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছি। তাতে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। আমরা তাদের ৫শ’ একর জমি দিচ্ছি। পরবর্তীতে আরও ২ হাজার একর জমি তাদের দেয়া হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer