Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ১১ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম

ঢাকা : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং’য়ের সঙ্গে দেখা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠককে সামনে রেখে রোববার আগেভাগেই সিঙ্গাপুর পৌঁছেছেন কিম।

রোববার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সিঙ্গাপুরে পৌঁছান কিম। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আয়োজন করার জন্য লুং’কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠকে প্রধানমন্ত্রী লি, চেয়ারম্যান কিমের সফলতা কামনা করেছেন। তিনি আশা ব্যক্ত করেছেন যে, বৈঠকটি কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার দিকে অগ্রগতি ঘটাবে।

কিমের কয়েক ঘণ্টা পর ট্রাম্পও উত্তর কোরিয়া পৌঁছান। তিনি আজ স্থানীয় সময় সোমবার লি`র সঙ্গে দেখা করবেন।


Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer