Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সিওএলের সদস্য হলেন শিক্ষামন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ১৭ জুন ২০১৭

আপডেট: ০২:০৬, ১৮ জুন ২০১৭

প্রিন্ট:

সিওএলের সদস্য হলেন শিক্ষামন্ত্রী

ঢাকা : কানাডার ভ্যাংকুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) এর ৩৪তম বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে প্রথমবারের মতো শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাংকুভারে সিওএলের দ্বিতীয় দিনের সভায় কমিটির সদস্যদের মনোনীত করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী অনলাইনভিত্তিক উন্মুক্ত শিক্ষাব্যবস্থা প্রণয়নের সুপারিশ করেন।

নাহিদ বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম, উদ্যোগ ও কর্মপন্থা নির্ধারণে ক্রমপরিবর্তনশীল প্রযুক্তিকে সম্পৃক্ত করতে হবে।

সভায় শিক্ষামন্ত্রীর কর্মপন্থা নির্ধারণী-সংক্রান্ত সব সুপারিশ যথাযথ গুরুত্বের সঙ্গে নথিভুক্ত করা হয়। এছাড়া সভায় বোর্ড অব গভর্নরস-এর বাজেট আলোচনা ও অনুমোদন করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer