Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সাহিত্যে নোবেলজয়ী স্যার ভিএস নাইপাল আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ১২ আগস্ট ২০১৮

আপডেট: ১১:৪৩, ১৩ আগস্ট ২০১৮

প্রিন্ট:

সাহিত্যে নোবেলজয়ী স্যার ভিএস নাইপাল আর নেই

ঢাকা : সাহিত্যে নোবেলজয়ী ঔপন্যাসিক স্যার ভি এস নাইপল আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

নাইপল ১৯৩২ সালে ত্রিনিদাদের গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর লেখা ৩০টির বেশি বই সাহিত্য অঙ্গনে দারুণ জনপ্রিয়। এগুলোর মধ্যে ‘আ বেন্ড ইন দ্য রিভার’ ও ‘আ হাউস ফর মি বিশ্বাস’ তাঁর শ্রেষ্ঠকর্মের মধ্যে রয়েছে।

নাইপলের স্ত্রী লেডি নাইপল তাঁকে ‘সবকিছু অর্জন করা এক দানব’ হিসেবে অভিহিত করেন।লেডি নাইপল বলেন, লন্ডনের বাড়িতে প্রিয় মানুষদের সান্নিধ্যে নাইপলের মৃত্যু হয়েছে।

লেখক লাইলা লালামি, ঔপন্যাসিক হারি কুনজরু, জিত হির স্যার নাইপলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নাইপল শিশু বয়সেই উইলিয়াম শেকসপিয়ার, চার্লস ডিকেন্স পড়েন বাবার কাছ থেকে। ১৯৫০ সালে ব্রিটেনে চলে যান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি হতাশায় ভুগতেন এবং আত্মহত্যারও চেষ্টা করেছেন।

লেখকের প্রথম বই ‘মিস্টিক মাসোর’ ১৯৫১ সালে প্রকাশিত হয়। এর দশক পর বের হয় সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ‘আ হাউস ফর মি বিশ্বাস’।

১৯৭১ সালে ‘আ ফ্রি স্টেট’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার পান। ২০০১ সালে পান নোবেল পুরস্কার।

২০১৬ সালে ঢাকায় এক সাহিত্য উৎসবে যোগদান করেন সাহিত্যিক ভি এস নাইপল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer