Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বেরোবিতে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগীতা শুরু

আল-আমিন, বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৮, ১৫ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেরোবিতে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগীতা শুরু

ছবি : বহুমাত্রিক.কম

রংপুর : বেরোবিতে তিন দিনব্যাপি আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগীতা শুরু হয়েছে। শনিবার Gender Equality for Sustainable Development- প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আন্ত:বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে এ বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পৃষ্ঠপোষকতা করছেন ইউএসএআইডি।

বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হকের সভাপতিত্বে এতে চিফ মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক মাহিনুর রহমান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষিকা কুন্তলা চেীধুরী। বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষ হবে তিনটি রাউন্ডে। এর প্রথম রাউন্ডের প্রতিযোগিতা আজকে শেষ হলে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল এবং সর্বশেষ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer