Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সামরিক শক্তিতে বাংলাদেশ ৫৭ তম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ৭ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সামরিক শক্তিতে বাংলাদেশ ৫৭ তম

ঢাকা : সামরিক শক্তিতে সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৭ তম। তালিকায় বরাবরের মত প্রথম অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এরপরই যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে চীন ও ভারত।

বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)।

বিশ্বের ১৩৩ টি দেশের মধ্যকার নানা তথ্য উপাত্ত বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়। এসব দেশের সামরিক শক্তি বিবেচনা করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে করা তালিকায় ১২২ টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৫৩ তম।

ব্যাপক আলোচিত দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়াকে রাখা হয়েছে ২৩ নম্বরে। মিয়ানমার আছে ৩১ নম্বরে।পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এর আগে ছিল ১৭ নম্বরে। তবে এবার পাকিস্তান উঠে এসেছে ১৩ নম্বরে।

সেরা ১৫তে থাকা বাকি দেশগুলো হল- ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, জার্মানি, মিসর, ইতালি, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ইসরায়েল।

সামরিক সক্ষমতার ভিত্তিতে তালিকা করতে জিএফপি ৫০টি বিভাগ নির্ধারণ করেছে। বিভাগগুলোর মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম, প্রাকৃতিক সম্পদ, শিল্প, ভৌগোলিক বৈশিষ্ট্য, সেনাসংখ্যা প্রভৃতি।

দেশগুলোর পারমাণবিক বোমার সংখ্যা এই ক্রম নির্ধারণে বিবেচনা করেনি জিএফপি বরং পারমাণবিক সক্ষমতা আছে কি না সেটিই বিচার করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer