Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সামরিক ব্যয় বাড়াচ্ছে চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ৪ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সামরিক ব্যয় বাড়াচ্ছে চীন

ঢাকা : যুক্তরাষ্ট্রের পর এবার চীনও তাদের সামরিক ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, চীন তাদের সামরিক খাতের বাজেট ৭ শতাংশ বৃদ্ধি করতে যাচ্ছে।

দেশটির বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসকে সামনে রেখে এই ঘোষণা দেওয়া হয়। বিগত কয়েক বছরে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে তাদের সামরিক বাহিনীকে আধুনিক করার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে চীন।

তবে যুক্তরাষ্ট্রের চেয়ে এখনও তাদের সামরিক ব্যয় অনেক কম। দুই বছরে চীনের সামরিক বাজেট ১০ শতাংশেরও বেশি বেড়েছে।

চীন সরকারের মুখপাত্র ফু উইং বলেন, চীনের জিডিপি থেকে ১ দশমিক ৩ শতাংশ ব্যয় বাড়বে। আত্মরক্ষার জন্যই সামরিক বাহিনীর দিকে গুরুত্ব দিচ্ছে চীন।

তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। তবে একই সঙ্গে নিজের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব আমরা।’

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন।

সূত্র: বিবিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer