Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সাভারে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ১ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাভারে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : টেকনিক্যাল বেতন স্কেল ও পদ মর্যাদাসহ চার দফা দাবিতে সারাদেশের মত বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশনের সাভার উপজেলার স্বাস্থ্য সহকারীরা আন্দোলন ও কর্মবিরতি পালন করছেন।

সোমবার সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এই কর্মসূচী পালন করেন। ফলে সারাদেশের মতো সাভারেও টিকা প্রদানসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

চারদফার অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বেতন স্কেল নির্ধারণ, মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকিভাতা মূল বেতনের ৩০ ভাগ প্রদান, প্রতি ৬ হাজার জন গোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত সময়ের মধ্যে শূন্যপদ পূরণ এবং ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন করে নিয়োগ।

কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন সফল করার লক্ষ্যে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer