Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সাপাহার ও পোরশা ডিগ্রী কলেজে অনার্স পরীক্ষার নতুন কেন্দ্র

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ২০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাপাহার ও পোরশা ডিগ্রী কলেজে অনার্স পরীক্ষার নতুন কেন্দ্র

নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার সরকারী ডিগ্রী কলেজ ও পার্শ্ববর্তী পোরশা ডিগ্রী কলেজে এবারে অনার্স পরীক্ষার নতুন কেন্দ্র হয়েছে। এতে কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ও অভিভাবকগনের দুর্ভোগ অনেকাংশে কমেছে। সেই সাথে তারা এবারে নিজ এলাকার কেন্দ্রে পরীক্ষা দিতে পারার সংবাদ শুনতে পারায় অনেক আনন্দিত।

সাপাহার সরকারী কলেজ সূত্রে জানা গেছে, সাপাহার সরকারি ডিগ্রী কলেজের অনার্স পরীক্ষা এবারে পাশ্ববর্তী উপজেলা পোরশা ডিগ্রী কলেজে এবং পোরশা সহ বেশ কয়েকটি কলেজের অনার্র্স পরীক্ষা সাপাহার সরকারী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই ২০১২-২০১৩ ইং সালের স্নাতক সম্মান শ্রেণির বাংলা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স কোর্স পর্যায়ক্রমে ইংরেজী, গনিত, পদর্থ, রসায়ন, প্রাণিবিজ্ঞান সহ মোট ১৩টি বিষয়ে অনার্স কোস চালু হওয়ায় শিক্ষার্থীরা বাড়ির ভাত খেয়ে অনার্স কোর্সে পড়তে সক্ষম হয়েছিল।

তবে পরীক্ষা কেন্দ্র উপজেলা সদর হতে ৬০ কিলোমিটার দুরে জেলা সদরে হওয়ায় পরীক্ষার সময় শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হত পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রতি দিন বাসে চড়ে গিয়ে সময় মত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে শিক্ষার্থীদের হিম শিম খেতে হত। এছাড়া নওগাঁ শহরে থেকে পরীক্ষা দিতে গেলে থাকা খাওয়া সহ অতিরিক্ত খরচ করতে হত।

এবারে সাপাহার সরকারি ডিগ্রী কলেজের ২০১৩-২০১৪,২০১৪-২০১৫ ইং শিক্ষা বর্ষের মান উন্নয়ন এবং ২০১৫-২০১৬ ইং শিক্ষা বর্ষের স্নাতক সম্মান শ্রেণির অনার্স ১ম বর্ষের পরীক্ষা নতুন কেন্দ্র পোরশা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হবে।

সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ, পোরশা ডিগ্রী কলেজ, নিয়ামতপুর কলেজ, নজিপুর সরকারি ডিগ্রী কলেজ ও বদলগাছী বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের পরীক্ষার্থীদের নতুন কেন্দ্র সাপাহার সরকারি ডিগ্রী কলেজ। এসব কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা সাপাহার সরকারী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হবে।

বর্তমানে এলাকার শিক্ষার্থীরা বাড়ীর ভাত খেয়ে তাদের পরীক্ষা দিতে পারবে এজন্য তাদের বাড়তী কোন খরচ হবে না সে জন্য শিক্ষার্থী ও অভিভাবকগন মনের আনন্দে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য যে, এবারে প্রথম এ দু’টি কেন্দ্রে অনার্স কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সাপাহার সরকারী ডিগ্রী কলেজের গণিত বিভাগের প্রভাষক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer