Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৪২ হাজার ফুট উঁচুতে শিশুর জন্ম!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫, ১০ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৪২ হাজার ফুট উঁচুতে শিশুর জন্ম!

ঢাকা : ভূপৃষ্ঠ থেকে ৪২ হাজার ফুট উঁচুতে জন্ম হয়েছে এক শিশুর। তার নাম রাখা হয়েছে কাদিজু। শিশুটি ও তার মা সুস্থ আছেন।

গিনির রাজধানী কোনার্কি থেকে তুরস্কের ইস্তান্বুলের উদ্দেশে উড়াল দেয়ার কিছু সময় পরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই কন্যা শিশুটির জন্ম দেন এক নারী আরোহী।

টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, নাফি দায়াবি নামে একজন গর্ভবতী নারী (গর্ভধারণের ২৮ সপ্তাহ চলছিল) বিমানে উঠার পর তার প্রসববেদনা শুরু হয়।

এরপর কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী তাকে প্রসব কাজে সহায়তা করেন। জন্ম হয় শিশু ‘কাদিজু’র।
বোয়িং ৭৩৭ বুর্কিনা ফাসোতে অবতরণের পরে মা ও নবজাতক দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা দু’জনেই কিছুটা ক্লান্ত হলেও সুস্থ রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer