Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সাথী ইয়াসমিন হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১, ২৫ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাথী ইয়াসমিন হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসি

রাজশাহী : মহানগরীর সাধুর মোড় এলাকার গৃহবধূ সাথী ইয়াসমিন হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মনসুর আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর সাধুর মোড় এলাকার মো. আলমের ছেলে মো. আরিফ (২৮), তার দুই ভাবী- হামিদা হাসান ওরফে ইভা (৩২) ও মাহফুজা জান্নাত ওরফে লাইবা (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে নগরীর হেতেমখাঁ সাহাজিপাড়া এলাকার সাজ্জাদ আলীর মেয়ে সাথী ইয়াসমিনের (২৩) সঙ্গে আরিফের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরের কাছে একটি মোটরসাইকেলের দাবি করতেন আরিফ। এ জন্য বিভিন্ন সময় সাথীকে তিনি নির্যাতন করতেন।

২০১২ সালের ৪ এপ্রিল দুই ভাবীর সহায়তায় আরিফ সাথীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে সাথী দগ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer