Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সাত দিনের ছুটির কবলে দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ২৬ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাত দিনের ছুটির কবলে দেশ

ঢাকা : আগামী ৯ দিনের মধ্যে সাত দিনই ছুটি। ২৭ এপ্রিল শুক্রবার ও পরের দিন ২৮ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ১ মে মঙ্গলবার মহান মে দিবসের ছুটি। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। শুধুমাত্র ৩০ এপ্রিল ও ৩ মে খোলা থাকবে অফিস-আদালত। এই দু`দিন সমন্বয় করা গেলে টানা ছুটি পাওয়া যাবে। আর কেউ যদি শুধু ৩০ এপ্রিলের ছুটি নিতে পারেন, তাহলে তিনি ছয় দিন এবং কেউ যদি শুধু ৩ মের ছুটি পান, তাহলে তিনি পাবেন পাঁচ দিনের ছুটি।

এ ছুটির সুবিধা জরুরি সেবা ছাড়া সরকারি দপ্তর, ব্যাংক, বীমা বা বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের একটি অংশের কর্মীরাই পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপভোগ করবে এ ছুটি। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, শিল্প ও পোশাক শ্রমিকরা এ ছুটি পাবেন না।

এত লম্বা ছুটি সাধারণত ঈদ ছাড়া হয় না। অনেকেই নাড়ির টানে যাবেন আপন ঠিকানায়। কেউবা যাবেন দূরে কোথাও ঘুরতে। বৃহস্পতিবার রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer