Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সাগরতলের ইন্টারনেট ক্যাবল কেটে দিতে পারে রাশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১৬:১৮, ১৬ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

সাগরতলের ইন্টারনেট ক্যাবল কেটে দিতে পারে রাশিয়া

ফাইল ছবি

ঢাকা : সাগরতলের ইন্টারনেট ক্যাবল কেটে দিয়ে ব্রিটেন ও অন্যান্য দেশের জন্য বিপদ বয়ে আনতে পারে রাশিয়া। ব্রিটেনের প্রতিরক্ষা বাহিনীর প্রধান সার স্টুয়ার্ট পিচ এ সতর্কবাণী দিয়েছেন। কারণ রাশিয়ার জাহাজগুলোকে নিয়মিত আটলান্টিক ক্যাবল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।

ওই ক্যাবলের মাধ্যমে আমেরিকা, ব্রিটেন এবং বিশ্বের বাকি অংশের সঙ্গে যোগাযোগরক্ষা করা হয়। শুধু যোগাযোগই নয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও এ ক্যাবল গুরুত্বপূর্ণ।

ব্রিটেনের বিমানবাহিনীর প্রধান মার্শাল পিচকে গত সেপ্টেম্বরে ন্যাটোর সামরিক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনিও এর আগে বলেছেন, `রাশিয়া এক `ভিন্নধর্মী` যুদ্ধ শুরু করেছে। এ কেবল কেটে দেয়ার মানে হলো ব্রিটেন ও তার সহযোগী দেশগুলোকে রাশিয়ার সঙ্গে তাদের স্বার্থে কাজ করতে বাধ্য করা। ` সূত্র : গার্ডিয়ান

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer