Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সাক্ষী তলবে পুলিশের ক্ষমতার অপব্যবহার রোধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ২১ নভেম্বর ২০১৬

আপডেট: ০২:৫৬, ২২ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

সাক্ষী তলবে পুলিশের ক্ষমতার অপব্যবহার রোধে হাইকোর্টের রুল

ঢাকা : সাক্ষী তলবে পুলিশের ক্ষমতা সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অপব্যবহার রোধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে এই ধারার অপব্যবহার করায় গাজীপুর জেলার গোয়েন্দা শাখার পুলিশের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে আগামী ৪ ডিসেম্বর স্ব-শরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুরের ডিবি পুলিশের ওসি ও উপ-পরিদর্শক (সাব-ইনস্পেক্টর) মো. মোস্তাফিজুর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী উজ্জ্বল হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার ক্ষমতাবলে শুধু নিয়মিত মামলার তদন্তের স্বার্থে সাক্ষীদেরকে ডাকতে পারেন তদন্তকারী সংস্থা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer