Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ২৩ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করছে’

ঢাকা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে কাজ করছে। এরই অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ১৭টি দপ্তর ও সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করছে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ১১টি জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ, দেশের ৯ জন প্রখ্যাত শিল্পী ও কবির নামে স্মৃতি কেন্দ্র নির্মাণ, কেন্দ্রীয় ও জেলা শিল্পকলা একাডেমীসমূহের মেরামত সংস্কার ও আধুনিকীকরণ, জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্ত করা, জেলা পর্যায়ে ভাষা আন্দোলনের ইতিহাসসহ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গবেষণা ও গ্রন্থ প্রকাশসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বিদেশী সংস্কৃতির আগ্রাসন কমে আসবে বলে আশা করা যায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer