Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ১ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

ঢাকা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পাবনার ঈশ্বরদী রূপপুরে স্থানীয় যুবকদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রকৃত জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেয়ায় ২৫ নভেম্বর ঈশ্বরদীতে অনুষ্ঠিত জমকালো আনন্দ মিছিল ও র‌্যালিতে অংশ নেয়া সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে শুক্রবার ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় ভূমিমন্ত্রী গত ২৮ নভেম্বর পাবনার ঈশ্বরদী রূপপুরে স্থানীয় যুবকদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার জন্য ভূমিমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকতা একটি মহৎ পেশা। সংবাদ মাধ্যম কর্মীদের সাথে কারো কোন প্রকার অশোভন আচরণ করা কাম্য নয়। সাংবাদিকদের সম্মান দেখাতে হবে।’

ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ বাতেন, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার অরুণ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer