Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৩১, ১২ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

ছবি : বহুমাত্রিক.কম

বগুড়া : সম্প্রতি সারাদেশে বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বিটিসিএ) এর উদ্যোগে বগুড়ায় মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

শনিবার শহরের জিরো পয়েন্টে সংগঠনের সভাপতি এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ এইচ এম আকতারুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সভাপতি জিয়া শাহীন, দৈনিক ইনকিলাবের ব্যুরো চীফ মহসিন আলী রাজু, দৈনিক কালের কন্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক গণেশ দাস, সাংবাদিক মোঃ আবদুল ওহাব, বগুড়া ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাহিন, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক শাহিনুর রহমান বিমু, ফটো সাংবাদিক জেড এ মিলন, ভোরের দর্পনের স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি প্রতীক ওমর, দৈনিক চাঁদনী বাজারের ফটো সাংবাদিক সাবু, দৈনিক মুক্ত জমিনের ফটো সাংবাদিক ওয়াহেদ ফকির, ফটো সাংবাদিক মামুন, ফটো সাংবাদিক মমিন, শুভ, হারুন, বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস এম দৌলত, সাধারণ সম্পাদক জাকারিয়া বিপ্লব, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ শাজাহান আলী বাবু, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা চিত্র সাংবাদিকদের উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer