Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন করতে রাষ্ট্রপতির আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ২৩:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন করতে রাষ্ট্রপতির আহ্বান

ছবি : পিআইডি

ঢাকা : স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশের স্বার্থে সাংবাদিকদের তথ্যবহুল ও অনুসন্ধানী সংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন।

রোববার বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০১৮ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কাউন্সিলের এ বছরের পদক তুলে দেন রাষ্ট্রপতি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায় অন্যায়কে সঠিকভাবে প্রকাশ করার মাধ্যমেই একজন সাংবাদিকের উৎকর্ষ সাধন হয়। সাংবাদিকদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer