Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সাংবাদিক হত্যায় বিচার না হওয়া দেশের তালিকায় বাংলাদেশ ১০ম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ২ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাংবাদিক হত্যায় বিচার না হওয়া দেশের তালিকায় বাংলাদেশ ১০ম

ঢাকা : সাংবাদিক হত্যায় বিচার না হওয়া দেশগুলোর তালিকায় ১০ম স্থানেই অবস্থান করছে বাংলাদেশ।

এরআগের প্রতিবেদনেও বাংলাদেশ একই অবস্থানেই ছিল। মঙ্গলবার দ্যা কমিমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের (সিপিজে) প্রকাশিত টেনথ অ্যানুয়াল ইমপিউনিটি ইনডেস্কে উঠে এসেছে এ তথ্য। এ তালিকায় শীর্ষে অবস্থান করছে সোমালিয়া এবং ১২তম অবস্থানে রয়েছে ভারত।

সিপিজের হিসাবে, বাংলাদেশে গত এক দশকে সাতজন সাংবাদিক খুনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়নি। নিহত ব্যক্তিরা ছিলেন অসাম্প্রদায়িক ব্লগার এবং তারা মাদক পাচারের ওপর প্রতিবেদন প্রকাশ করেছেন। এসব খুনের মধ্যে কেবল ২০১৩ সালে আহমেদ রাজীব হায়দার নামের একজন ব্লগারকে কুপিয়ে হত্যার ঘটনায় আদালত রায় ঘোষণা করেছেন। ২০১৫ সালে অভিজিৎ রায় খুনের পর বিভিন্ন ধরনের তথ্য-প্রমাণ হাতে পাওয়া এবং বেশ কিছু গ্রেফতারের পরও কারও বিচার হয়নি।

সিপিজে বলেছে, নিহতের তালিকায় থাকা সাংবাদিকেরা তাদের কাজের জন্য খুন হয়েছেন। সংগঠনটির গবেষণায় দেখা গেছে, সাংবাদিক হত্যার দুই-তৃতীয়াংশই ঘটেছে তাদের পেশাগত কাজের কারণে। এ তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। দেশটির অবস্থান সপ্তম।

ওই প্রতিবেদনে বলা হয় গত এক দশকে সাতজন সাংবাদিক হত্যার কোনো বিচার হয়নি। সিপিজে’র ওই প্রতিবেদনে বলা হয়, ৬ বছরের গৃহযুদ্ধে সাংবাদিক নির্যাতনে দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইরাক, চতুর্থ স্থানে দক্ষিণ সুদান এবং পঞ্চম স্থানে ফিলিপাইন।

প্রতিবেদনে ষষ্ঠ স্থানে মেক্সিকো, সপ্তম পাকিস্তান, অষ্টম ব্রাজিল, নবম রাশিয়া, ১১তম নাইজেরিয়া ও ১২তম স্থানে রয়েছে ভারতের নাম।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer