Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘সাংবাদিক বান্ধব নয় এমন আইন করবো না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১, ১৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘সাংবাদিক বান্ধব নয় এমন আইন করবো না’

ঢাকা : ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ইতিহাস বিকৃতি হয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ বিষয়ে প্রমাণ পেলে বিচারের ভার রাষ্ট্রপতির।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে `মিট দ্যা রিপোর্টার্স` অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে এখনো রিভিউয়ের সিদ্ধান্ত হয়নি, রায়ের পুরো বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, `আপনারা আপত্তি করেছেন যে আপনাদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের যেনো অযথা হয়রানি না করা হয় ইতিমধ্যে এখন কিন্তু তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।`

এ সময় তিনি আরো বলেন, `৫৭ ধারায় মামলা করতে গেলে এখন যে নীতিমালা রয়েছে সেটা অনেক কঠিন করে করা হয়েছে। এখন থানায় কেউ গেলেই মামলা করতে পারবে না। আমরা এমন কোনো আইন করবো না যেটা সাংবাদিক বান্ধব নয়।`

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer