Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সাংবাদিক ধ্রুব’র বিরুদ্ধে মামলায় বিওজেএর নিন্দা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১৯ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাংবাদিক ধ্রুব’র বিরুদ্ধে মামলায় বিওজেএর নিন্দা

ঢাকা : দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রতিবেদক গোলাম মজতবা ধ্রুবের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এক বিচারকের করা আইসিটি অ্যাক্ট- ৫৭ ধারায় মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিক সংগঠনটির সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার উদ্বেগ জানিয়ে বলেন, দেশ এ পর্যন্ত ১৩ জন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার খবর আমরা জানি৷ সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, বিচারক এমনকি ব্যবসা প্রতিষ্ঠানও সাংবাদিকদের বিরুদ্ধে আজ তথ্য প্রযুক্তি আইনে মামলা করছে।এই আইনটি সাংবাদিকদের জন্য বিভীষিকায় পরিণত হয়েছে৷ প্রভাবশালীরা আইনটিকে ধিরে ধিরে সাংবাদিক নির্যাতনের হাতিয়ারে পরিণত করছেন৷

বিওজেএর নেতারা বলেন, ৫৭ ধারায় মামলা করার উদ্দেশ্য হচ্ছে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা। সাংবাদিক ধ্রুবকে ৫৭ ধারায় মামলা করে বিচারক উদ্যোশ্য প্রণোদিত হয়ে মামলাটি করেছেন। তার সাংবাদিকতা জীবনকে ক্ষতিগ্রস্ত করতেই এ কাজটি তিনি করেছেন। আমরা তার বিরুদ্ধে করা এই মামলাটি প্রত্যাহার চাই। শুধু তাই নয়, ৫৭ ধারা বাতিল ও আগামীতে যেন এমন কোনও কালো আইন দেশে না আসে সেটারও দাবি জানাই।

নেতৃদ্বয় বলেন, ৫৭ ধারা সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক৷ এই ধারাটি সংবাদপত্র ও নাগরিকের স্বাধীনতাকে খর্ব করছে, যা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থি৷ ৩৯ অনুচ্ছেদে দেশের সব নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কতিপয় শর্ত সাপেক্ষে নাগরিকের বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে৷

নেতৃবৃন্দ বলেন, ‘‘৫৭ ধারা যদি প্রচলিত থাকে, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে অপছন্দের যে কাউকে দমন-পীড়ন চালানো যাবে৷ এমনিতেই মানুষ আতঙ্কে রয়েছে৷ আর এই আতঙ্ক থাকলে আর যাই হোক চিন্তার স্বাধীনতা থাকে না৷

বিওজেএ বলেন, ‘‘এই আইনটি বাকস্বাধীনতা হরণের পাশাপাশি প্রতিপক্ষকে হয়রানির একটি মোক্ষম অস্ত্র৷ কারণ এই আইনে এমন সব অপরাধের কথা বলা হয়েছে, যেসব অপরাধের ব্যখ্যা নেই৷ তাই ইচ্ছে মতো এই আইনের অপব্যবহার সম্ভব৷ তাই অবিলম্বে আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি সহ অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও মামলার নামে গোলাম মুজতবা ধ্রুবকে পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছে বিওজেএর নেতারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer