Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫, ১২ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

ছবি : সংগৃহীত

ঢাকা : ভারতে সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হলেন রাহুল গান্ধী। ১৯ বছর পর দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস নতুন সভাপতি পেল।

১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাহুল গান্ধীর মা সনিয়া গান্ধী ছিলেন কংগ্রেস সভানেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সভাপতি পদের জন্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ বিকেল তিনটায়। সূত্রের খবর, মোট ৮৯ টি মনোনয়ন প্রস্তাব জমা পড়ে এবং সবকটিই বৈধ। যেহেতু কংগ্রেস সভাপতি পদের জন্যে একজন প্রার্থীই ছিলেন, তাই সর্বসম্মতিক্রমে তাঁকেই নির্বাচন করে হয়।

দলের মুখপাত্র মুল্লাপ্পালি রামচন্দ্রন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত সোমবার কংগ্রেসের এই পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছিলেন রাহুল।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer