Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সরিয়ে দেওয়া হল রাখাইনের সেনা কমান্ডারকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৮, ১৪ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সরিয়ে দেওয়া হল রাখাইনের সেনা কমান্ডারকে

ঢাকা : রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর নজিরবিহীন বর্বরতার জন্য বিশ্বজুড়ে সমালোচিত মিয়ানমারের রাখাইন রাজ্যের সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় প্রধান মেজর জেনারেল মাউং সোয়েকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে তিন্ত নাইং।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমার সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। তবে ঠিক কী কারণে পদস্থ এই সেনা কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেবিষয়ে কিছু জানা যায়নি। 

মিয়ানমার সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা মেজর জেনারেল আইয়ে উইনহে রয়টার্সকে বলেন, ‘তার বদলির কারণ আমি জানি না। তাকে এখনও কোনো দায়িত্ব প্রদান করা হয়নি। তাকে আপাতত রিজার্ভে রাখা হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer