Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সরকারকে চরম মূল্য দিতে হবে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ২১ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সরকারকে চরম মূল্য দিতে হবে : মওদুদ

ঢাকা : ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সরকারকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। 

মওদুদ আহমদ বলেন, ‘সরকারের মূল উদ্দেশ্য ভয়-ভীতি সৃষ্টি করে বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা।সরকার প্রধান থেকে শুরু করে সরকারি দলের মন্ত্রিপরিষদ এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে। এ জন্য একদিন না একদিন সরকারকে চরম মূল্য দিতে হবে।’

তিনি বলেন, ‘বলা হয়েছে যে, এই রায় নাকি একজন ইংরেজি পত্রিকার সম্পাদক লিখে দিয়েছেন। আপনারাই (সরকার) এই বিচারপতিদের নিয়োগ দান করেছেন। তারা যদি রায় লিখতে না পারেন, যে কথাটা আপনারা এখন বলতে চাচ্ছেন, এর দায়টা কার ওপরে বর্তায়?’

ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer