Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সরকার রোহিঙ্গা এতিম শিশুদের স্মার্টকার্ড দেবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সরকার রোহিঙ্গা এতিম শিশুদের স্মার্টকার্ড দেবে

ঢাকা : রোহিঙ্গা এতিম শিশুদের ডাটাবেজ তৈরি করে স্মার্টকার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে সেবা পাবে এতিম শিশুরা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান।

মিয়ানমার থেকে আসা এতিম শিশুদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় আঠার`শ এতিম শিশুর ডাটাবেজ তৈরি করা হয়েছে। যাদের স্মার্টকার্ড দেওয়া শুরু হয়েছে। মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান জানান, গুগল ফর্মে তাদের ডাটাবেজ সংগ্রহ করে একদিন পরই স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। এতিম শিশুদের সংখ্যা ৫-৬ হাজার হবে বলে জানান সচিব।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer