Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সরকার ভারত থেকে দেশের জন্য কিছুই আনতে পারেনি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ২৬ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সরকার ভারত থেকে দেশের জন্য কিছুই আনতে পারেনি: ফখরুল

ঢাকা : অভিন্ন নদীর পানি সমাধানে সরকারকে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে রাজধানীর ডিআরইউতে একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, ‘আমার অধিকার যদি হরণ করা না হয়, আমরা কখনও ভারতবিরোধী নই। ভারতের জনগণের বিরুদ্ধেও নই।’

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতৃত্ব যদি আমাদের অধিকার রক্ষা করতে না পারে, তাহলে অবশ্যই আমরা সমালোচনা করবো। যারা সরকারে আছেন তাদের দায়িত্ব আমাদের স্বার্থ রক্ষা করা। তারা সেই স্বার্থ রক্ষা করতে পারেননি। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় এই সরকার ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, `আমাদের প্রধানমন্ত্রী যখন ভারত থেকে আসেন, তখন আমরা তাকে অভিনন্দন জানাতে পারিনি। কারণ তিনি আমাদের জন্য কিছু নিয়ে আসতে পারেনি।`

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer