Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘সমস্ত শক্তি দিয়ে বিমানের জানালা ভেঙে নিচে লাফ দেই’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১২ মার্চ ২০১৮

আপডেট: ২১:৪০, ১২ মার্চ ২০১৮

প্রিন্ট:

‘সমস্ত শক্তি দিয়ে বিমানের জানালা ভেঙে নিচে লাফ দেই’

ছবি : কাঠমান্ডু পোস্ট’র সৌজন্যে

ঢাকা : নেপালে বিধ্বস্ত বাংলাদেশি বিমানে অন্তত ৫০ জন আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া দেশটির সেনাবাহিনী। 

ভয়াবহ ওই দূর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে মপক্ষে ২৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মাঝ থেকে বেঁচে যাওয়া এক যাত্রীর সাক্ষাতকার প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’।

বেঁচে ফেরা বসন্ত বোহরা নামের ওই যাত্রী নেপালের নাগরিক। হাসপাতালে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বসন্ত বলেন, ‘একটি ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে আমরা ১৬জন নেপালের নাগরিক বাংলাদেশে গিয়েছিলাম। বিমানটি ঢাকা থেকে ঠিকঠাক টেক-অফ করেছিল। কোনো সমস্যা ছিল না। কিন্তু নেপালে ল্যান্ড করার সময় বিমানটি অদ্ভুত আচরণ শুরু করে। মনে হয়, প্রচণ্ড শব্দে সেটি রানওয়েতে আছড়ে পড়ে।’

তিনি বলেন, ‘আমি জানালার পাশে সিট পেয়েছিলাম। বিমানটি রানওয়েতে নামার সাথে সাথে এতে আগুন ধরে যায়। আমি তখন শরীরের সমস্ত শক্তি দিয়ে বিমানের জানালা ভেঙে নিচে লাফ দেই। এতে আমি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। কিন্তু আমার সৌভাগ্য যে, আমি এখনও বেঁচে আছি’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer