Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সবার জন্য উন্মুক্ত এনবিআর চেয়ারম্যানের ই-মেইল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯, ২১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সবার জন্য উন্মুক্ত এনবিআর চেয়ারম্যানের ই-মেইল

ঢাকা : রাজস্ব সংক্রান্ত যেকোন পরার্মশ জানাতে এবার এনবিআর চেয়ারম্যানের ই-মেইল ([email protected]) উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুশাসন ও আধুনিক উন্নততর ব্যবস্থাপনা’ কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে এনবিআর। রাজস্ব প্রশাসনে গতিশীলতা আনয়নে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

দেশের সর্বক্ষেত্রে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় সব করদাতার সঙ্গে সর্ম্পক আরও সুদৃঢ় করতে কাজ করছে এনবিআর। এরই অংশ হিসেবে এনবিআর চেয়ারম্যানের ই-মেইল উন্মুক্ত করা হলো।

পাশাপাশি করদাতাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় এবং রাজস্ব সংক্রান্ত পরামর্শ, হয়রানি, অভিযোগ ও সমস্যা জানানোর লক্ষ্যে ইতোমধ্যে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য চালুকৃত তিনটি [email protected], [email protected], [email protected] ফিডব্যাক ই-মেইলও খোলা থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer