Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সবই বিষ্ঠার এপিট ওপিট

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ১৭:০৮, ১৯ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সবই বিষ্ঠার এপিট ওপিট

এখন কিছু লিখতে ভালো লাগছে না-
লিখলে হচ্ছে না কোন কাজ,
অপরাধির মাথায় পড়ে না বাজ !
তাই লিখতে লাগে লাজ।

যারা ভালোবাসে ক্ষমতার গদি
তাদের চোখে এই সব লেখা পড়ত যদি ?
শাসনকার্য চলত নিরবধি।

মিডিয়া গুলি দিন-রাত বাজায় বাদ্য-
ঐ সব শুনতে কেউ কি বাধ্য ?
মুখ বুজে গিলি কত যে অখাদ্য !

জোট করেছে হবে ভোট
টাউট বাটপার পরেছে মুজিব কোট !
যখন তখন যাকে তাকে ধরে খুঁত্,
মান সম্মান হচ্ছে লুট !

কেউ কেউ খোঁজে মসৃণ খেলার মাঠ,
ঐ খানে কি বসবে ঘুম প্রতিযোগিতার হাট ???
বিচ্ছিন্ন দুই-একটা হবে মার-কাট !
জানেনা কে ? খেলা হয় কি ফাঁকা মাঠে ?

কিছু হবে ছোট-খাট ঠেলা-
সাথে থাকবে ইট-পাটকেল ঢেলা !

কারো কারো চুকে যাবে ক্ষমতার পাট,
কেউ খাবে নিন্মাঙ্গে বাট !
বিজয়ী বসাবে ক্ষমতার হাট।
এটাই স্বাধীন বাংলাদেশের বিস্তৃত ললাট।

আসল বা হাইব্রিড সবই বিষ্ঠার এপিট ওপিট !
“জোর যার মুল্লুক তার”
যে বলে গণতন্ত্রের কথা সে বড় বাটপার।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer