Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সন্ধ্যায় বাংলাদেশ-শ্রীলংকা ‘সেমিফাইনাল’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১৬ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সন্ধ্যায় বাংলাদেশ-শ্রীলংকা ‘সেমিফাইনাল’

ছবি : ফাইল ছবি

ঢাকা : নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। জিতলেই ফাইনাল। কারণ বাংলাদেশ আর শ্রীলংকা দুই দলের পয়েন্ট সমান সমান। শুক্রবার যে জিতবে, সেই দলের পয়েন্ট দাঁড়াবে চার। আর সমান ম্যাচে পরাজিত দলের পয়েন্ট থাকবে দুই। বিজয়ী দল ভারতের সঙ্গে খেলবে ফাইনাল।

সাকিব খেললেও আজকের বিগ ম্যাচে আরও একটি চমক থাকতে পারে প্রতিপক্ষের কোচ চন্ডিকা হাথুরুসিংহের জন্য। পেসার আবু হায়দার রনির জায়গায় পেস অলরাউন্ডার আরিফুলকে দেখা যেতে পারে।

শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে এই স্টেডিয়ামে টানা দুই ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer