Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সন্ধিক্ষণ ’৭১

সৈয়দা নাজমা বেগম

প্রকাশিত: ০১:২৭, ২৬ মার্চ ২০১৮

আপডেট: ০১:২৭, ২৬ মার্চ ২০১৮

প্রিন্ট:

সন্ধিক্ষণ ’৭১

 

১৯৭১ এর সন্ধিক্ষণে
ষোড়ষী আমি আবার যেন
জেগে উঠেছি।

সেই ৪৬ বছর আগে এ মাঠের
মাটিতে আমার পদধ্বনির পদাঙ্ক
আবার যেন নি:শব্দে হাঁটছে।

দেবদারু তমাল পেরিয়ে
পৈশাচিক অবয়বের মুখোশে ঢাকা
রাজবাড়ির গেটে দাঁড়ানো-
পাক বাহিনী।
ওরা রক্তচক্ষুর বিষদাঁতে খুবলেছে
আমার নিষ্পাপ পবিত্র বোনেদের-মায়েদের।
দেয়ালের অভ্যন্তরে,
নরম সিক্ত মাটির গভীরে
আজো তাদের আত্মা গুঁমড়ে গুঁমড়ে কাঁদছে।
মা গো বলে দাও কোথায় আমার স্বাধীনতা ?
কোথায় আমার স্বাধীনতার সূর্য ?
আমরা ফিরে কী পেয়েছি স্বাধীনতা ?

বেয়োনেট চার্জ আর গোলাবারুদের ঝাঁঝালো গন্ধে
মাতৃগর্ভের ফুলের মত শিশুটি ঝরে পড়েছে;
সংগ্রাম করে সেই কালরাত্রির ছোবল থেকে
ফিরিয়ে এনেছি আমার মা-বোনদের।
আজ তারা পবিত্র গোলাপের পাঁপড়িতে
আকাশের নক্ষত্রে, সরোবরের শাপলাতে,
বীরাঙ্গনার গৌরবে-
স্বাধীনতার রক্তিম সূর্যের পাশে হাসছে।
আমরা তাদের জানাই লাখো লাখো
শহিদী আত্মার শ্রদ্ধাঞ্জলি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer