Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সন্ত্রাসবিরোধী আইনে আনসারুল্লাহর প্রধানের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ২৭ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সন্ত্রাসবিরোধী আইনে আনসারুল্লাহর প্রধানের বিচার শুরু

ঢাকা : সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ ১০ জনের ‍বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে।

রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পাশাপাশি আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ দেন।

১০ আসামির মধ্যে কারাগারে থাকা জসীমউদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে বাবু ওরফে নাঈম, মো. আবু হানিফকে এদিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আলী আজাদও এদিন আদালতে উপস্থিত হন।

বাকি ছয় আসামির মধ্যে রয়েছেন, মো. জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুন্নুন, আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ আল আসাদুল্লাহ ওরফে পিয়াস। তারা সবাই পলাতক।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল সাংবাদিকদের জানান, আদালতে হাজির চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার চেয়েছেন।

জসীমউদ্দিন রাহমানীর বিরুদ্ধে উগ্রপন্থি খুতবা ও বয়ান প্রচার, সন্ত্রাসী কাজে অর্থ বিনিয়োগসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া জসীমউদ্দিন রাহমানী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় পাঁচ বছরের সাজার রায় পেয়েছেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer