Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সদস্যদের মাঝে ফলের চারা বিতরণ করল ‘এসো’

আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সদস্যদের মাঝে ফলের চারা বিতরণ করল ‘এসো’

ছবি: বহুমাত্রিক.কম

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে এনজিও প্রতিষ্ঠান এহেড সোস্যাল অর্গানাইজেশন (এসো) এর উদ্যোগে ৪০ জন কিশোরী সদস্যদের মাঝে ফলের চারা গাছ বিতরণ করা হয়।

মঙ্গলবার ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং এহেড সোস্যাল অর্গানাইজেশন (এসো) এর আয়োজনে পুষ্টি গ্রাম স্থাপনের লক্ষ্যে উপজেলার আওয়ালগাড়ী এবং পার্শ¦বর্তী বদলগাছী উপজেলার উজালপুর গ্রামের ৪০ জন প্রান্তিক সদস্য ও কিশোরী ক্লাবের কিশোরীদের মধ্যে বিনামূল্যে আমড়া, পেয়ারা ও লেবু গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এহেড সোস্যাল অর্গানাইজেশন (এসো) এর প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোজাফ্ফর হোসেন, শাখা ব্যবস্থাপক আবু জাফর মোঃ সালেহ, প্রোগ্রাম অফিসার সোস্যাল মোরশেদুল ইসলাম, পল্লী চিকিৎসক ইউসুফ আলী প্রমূখ।

অনুষ্ঠান শেষে বানী রানী এবং সুমতী রানী নামের দুইজন অসুস্থ্য সদস্যদের মাঝে জন প্রতি ৫ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer