Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ২০ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

ঢাকা : প্রতিকূল আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-নিরাপত্তা বিভাগের মো. আবু জাফর হাওলাদার।

জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে দুপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার দিনগত রাত থেকে মাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে চলা ১৬ ফেরির মধ্যে ১০টি বন্ধ রেখেছে নৌপরিবহন কর্তৃপক্ষ।

এ রুটের বাকি ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। তবে শুক্রবার দুপুর থেকে এখানে লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ধীরগতিতে ফেরিগুলো চলাচলের খবর পাওয়া গেছে।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer