Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সঙ্গীতের মূর্ছনায় মুখরিত জয় বাংলা কনসার্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ৭ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সঙ্গীতের মূর্ছনায় মুখরিত জয় বাংলা কনসার্ট

ঢাকা : দেশাত্মবোধক গান দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট ২০১৮ চলছে। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করা হয়ে থাকে।

তারই ধারাবাহিকতায় এবার ৭ মার্চ নগরীর আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। ইয়ং বাংলার আয়োজনে চলছে এই কনসার্ট।

বুধবার বিকেল ৪টার দিকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে।

ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, পাওয়ারসার্জ, লালন, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য ও নেমেসিস।

আয়োজকেরা জানান, এত দিন জয় বাংলা কনসার্ট আয়োজন করা হয়েছে শুধু ঢাকায়। এবার ঢাকার বাইরে সিলেট ও খুলনায় অনুষ্ঠিত হয়েছে কনসার্টটি। ২ মার্চ সিলেটে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হয় ‘রোড টু ৭ মার্চ’ শিরোনামের কনসার্ট।

এতে অংশ নেয় দুটি ব্যান্ড মেকানিকস ও নেমেসিস। শুধু তা-ই নয়, প্রথমবারের মতো ঢাকা থেকে সিলেট যাত্রায় যুক্ত করা হয়েছিল ৬০ ফুট দৈর্ঘ্যের এক ক্যারাভান।

 

ইয়ং বাংলার সহযোগী হয়ে কনসার্টটি আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে কনসার্টটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer