Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আসমা চৌধুরীর জীবনাবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৩, ১২ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০১:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আসমা চৌধুরীর জীবনাবসান

ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি ড: আসমা চৌধুরী সোমবার ক্যান্সারজনিত কারণে বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ্ সায়েন্সেস (বিইউএইচএস)- এর উপাচার্য ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড: লিয়াকত আলীর সহধর্মিনী। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর প্রথম নামাজে জানাজা মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় নামাজে জানাজা একই দিনে বাদ আসর পরিবাগস্থ (মাজারের গলি) সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ১১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা ও ১২ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রাঙ্গণে রাখা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer