Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সংসদে ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনা হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ১৩ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

সংসদে ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনা হবে

ঢাকা : জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং তার কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার দাবিতে আলোচনা হবে। বুধবারের সংসদের কার্যসূচিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম-৮ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের এমপি মইন উদ্দীন খান বাদল সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় এ বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

বাদলের প্রস্তাবে বলা হয়েছে, সংসদের অভিমত এই যে, সংবিধানের ষোড়শ সংশোধনী ‘অসাংবিধানিক’ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায় বাতিল এবং রায়ে জাতীয় সংসদ ও অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান বিচারপতির দেয়া অসাংবিধানিক, আপত্তিকর ও অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিল করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক।

বিকাল ৫টায় অধিবেশন বসার পর শুরুতে হবে প্রশ্নোত্তর পর্ব। তারপর জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের নিষ্পত্তি ও আইনপ্রণয়নের কাজ শেষে বাদলের প্রস্তাবটির ওপর হবে সাধারণ আলোচনা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer