Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘বিএনপির মদদেই বৈশাখী উদযাপনে বাধা দেয়ার হুমকি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘বিএনপির মদদেই বৈশাখী উদযাপনে বাধা দেয়ার হুমকি’

ঢাকা : জনভোগান্তির কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে পহেলা বৈশাখে উপলক্ষে আওয়ামী লীগের সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, তাদের মদদেই এ শক্তিগুলো বৈশাখী উদযাপনে বাধা দেয়ার হুমকি দিচ্ছে। এ দিনে বৈশাখী চেতনায় দলমত নির্বিশেষে অপশক্তিকে পরাজিত করার আহ্বানও জানান তিনি।

শুক্রবার ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন কাদের।

তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা কিংবা পহেলা বৈশাখের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। সুতরাং এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। জনস্বার্থের কথা চিন্তা করেই সব কর্মসূচি স্থগিত করেছি।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে মূল কাঠামোর মধ্যে আনার জন্যই কওমি মাদরাসাকে সরকারি স্বীকৃতি দেয়া হয়েছে। এ নিয়ে হেফাযতে ইসলামের সেঙ্গ জোট হয়েছে বলে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer