Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সংসদ বহাল রেখে নির্বাচন হবে না : খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ১৭ নভেম্বর ২০১৭

আপডেট: ১২:৫০, ১৭ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

সংসদ বহাল রেখে নির্বাচন হবে না : খসরু

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদ বহাল রেখে আগামী নির্বাচন হবে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে সংসদ বহল রেখে সংসদ নির্বাচন হয় না, এ দেশে ৫ জানুয়ারির নির্বাচন আর হবে না এবং হতে দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যদি ৫ জানুয়ারির নির্বাচন দেশে আবার করতে চায় তাহলে যেকোনো মূল্যে সেটা প্রতিহত করা হবে।

আগামী নিবার্চনে সেনা মোতায়েন ছাড়া হবে না উল্লেখ করে এই নেতা বলেন, সেনাবাহিনীকে নির্বাচনের আগে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে হবে, অন্যথায় নির্বাচন হবে না।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer