Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সংসদ নির্বাচনে ৬ লাখ আনসার মোতায়েন : মহাপরিচালক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২৫ এপ্রিল ২০১৮

আপডেট: ২১:১৩, ২৫ এপ্রিল ২০১৮

প্রিন্ট:

সংসদ নির্বাচনে ৬ লাখ আনসার মোতায়েন : মহাপরিচালক

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।

 বুধবার দুপুরে গাজীপুরের সফিপুরে, আনসার ও ভিডিপি একাডেমিতে, সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এসময় তিনি আরো জানান, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনেও পর্যাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন এ ব্যাপারে বলেন, ‘জাতীয় নির্বাচনের জন্য আমরা পরিকল্পনা মোতাবেক ৬ লাখ সদস্যকে প্রস্তুত করছি। ৪০ হাজার ভোটকেন্দ্রে ৮০ হাজার অস্ত্র মোতায়েন করা হবে। এরজন্য আমরা এরই মধ্যে সরকারের কাছ থেকে ২০০ কোটি টাকা বাজেটে পাওযার ব্যাপারে প্রতিশ্রুতি পেয়েছি।’

তিনি আরও জানান, ‘গাজীপুরে ৬ হাজার ২০০ এবং খুলনাতে ৪ হাজার ২০০ ভিডিপি আনসার সদন্য নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer