Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ২৪ অক্টোবর ২০১৬

আপডেট: ০৩:৫৯, ২৫ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা

ঢাকা : অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, উচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে।

ফলে বিচারপতি অপসারণে কোন বিধান বহাল না থাকায় সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে। সোমবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, এই অবস্থায় কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসলে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব নয়। তিনি বলেন, হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য আবেদন দাখিল করেছি। এক মাসের মধ্যে এই অনুলিপি পাওয়ার পরই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সর্বোচ্চ আদালতে আপিলের পক্ষে প্রয়োজনীয় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে যাতে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়ে যায়।

এখন আমরা যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer