Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘সংবাদ সংস্থায় সাংবাদিকতা : প্রকৃতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৯, ২৪ আগস্ট ২০১৭

আপডেট: ০০:৫৮, ২৪ আগস্ট ২০১৭

প্রিন্ট:

‘সংবাদ সংস্থায় সাংবাদিকতা : প্রকৃতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালা

ছবি: বহুমাত্রিক.কম

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘সংবাদ সংস্থায় সাংবাদিকতা: প্রকৃতি চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ আগস্ট বৃহস্পতিবার পযর্ন্ত কর্মশালাটি চলবে।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপকড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাসসের প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান।

দুই দিনব্যাপী কর্মশালায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ এর কর্মকর্তা-কর্মচারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কিছু শিক্ষার্থী অংশ নেয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer