Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শ্রীলঙ্কায় পরীক্ষার হলে নিকাব ও বোরকা নিষিদ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ৯ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শ্রীলঙ্কায় পরীক্ষার হলে নিকাব ও বোরকা নিষিদ্ধ

ঢাকা : নকলের বেশ কিছু অভিযোগ পাওয়ার পর শ্রীলঙ্কায় পরীক্ষার হলে মেয়েদের নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। শ্রীলঙ্কায় এখন এ লেভেল পরীক্ষা চলছে। এর মধ্যেই মঙ্গলবাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

শ্রীলঙ্কা শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী বলেছেন, পরীক্ষায় নকল বন্ধের জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার হলে ব্লু-টুথ ব্যবহার করে বাইরে থেকে স্বামীর সাহায্য নিয়ে লেখার সময় বোরকা পরা এক ছাত্রীকে হাতেনাতে ধরা হয়েছে।

এছাড়া বেশ কজন ছাত্রীর পোশাকের সাথে সাঁটা মাইক্রোফোন পাওয়া গেছে। তারা ওই মাইক্রোফোন দিয়ে বাইরে আত্মীয় বন্ধুদের সাথে কথা বলছিলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer