Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১৮ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ঢাকা : জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।

এর কিছুদিন পর মার্চে শ্রীলঙ্কার মাটিতে ভারতকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে পারে সাকিব-তামিমরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এরই মধ্যে ঘোষণা দিয়েছে এমন একটি সিরিজ আয়োজনের।

এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, এই সিরিজ শুরু হবে আগামী ৮ থেকে ২০ মার্চ। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষেই এই সিরিজ আয়োজন করতে যাচ্ছে। সিরিজের নাম দেওয়া হয়েছে ‘নিদাহাস ট্রফি’।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কা এবং ভারতের অবদান ভোলা যাবে না। শ্রীলঙ্কান ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যে বেশ ভালো, এটা তারই প্রমাণ।’

আর এসএলসির সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ‘আমরা সত্যিই আনন্দিত এমন একটি মুহূর্ত উদযাপনে দুই প্রতিবেশীকে সঙ্গী হিসেবে পাচ্ছি। এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer