Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শ্রীলংকার বর্ষসেরা খেলোয়াড় অ্যাঞ্জেলো ম্যাথুজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ২ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৪:১১, ২ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

শ্রীলংকার বর্ষসেরা খেলোয়াড় অ্যাঞ্জেলো ম্যাথুজ

ঢাকা : ২০১৫ সালে শ্রীলংকার ডায়লগ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

পিপলস প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন সাবেক খেলোয়াড় তিলকরত্নে দিলশান। ভবিষ্যতের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুশল মেন্ডিস।

গতকাল কলম্বোতে ডায়লগ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা খেলোয়াড়, সেরা ধারাভাষ্যকার, সেরা আম্পায়ার ও সেরা সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

২১০৫ সালের ডায়লগ বর্ষসেরা খেলোয়াড় হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত হওয়া খেলোয়াড়রা :

বর্ষসেরা খেলোয়াড় : অ্যাঞ্জেলো ম্যাথুজ।
পিপলস খেলোয়াড় অব দ্য ইয়ার : তিলকরত্নে দিলশান।
ভবিষ্যতের সেরা খেলোয়াড় : কুশল মেন্ডিস।
বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান : দিনেশ চান্ডিমাল।
বর্ষসেরা টেস্ট বোলার : রঙ্গনা হেরাথ।
বর্ষসেরা টেস্ট অলরাউন্ডার : অ্যাঞ্জেলো ম্যাথুজ।
বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান : কুমার সাঙ্গাকারা।
বর্ষসেরা ওয়ানডে বোলার : লাসিথ মালিঙ্গা।
বর্ষসেরা ওয়ানডে অলরাউন্ডার : অ্যাঞ্জেলো ম্যাথুজ।
বর্ষসেরা টুয়েন্টি টুয়েন্টি ব্যাটসম্যান : তিলকরত্নে দিলশান।
বর্ষসেরা টুয়েন্টি টুয়েন্টি বোলার : লাসিথ মালিঙ্গা।
বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান (মহিলা) : চামারি আত্তাপাত্তু।
বর্ষসেরা ওয়ানডে বোলার (মহিলা) : ইনোকা রানাবিরা
বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান (মহিলা) : চামারি আত্তাপাত্তু।
বর্ষসেরা ওয়ানডে অলরাউন্ডার (মহিলা) : শশিকলা সিরিবর্ধনে।
বর্ষসেরা আন্তর্জাতিক ধারাভাষ্যকার : রাসেল আরনল্ড।
বর্ষসেরা আন্তর্জাতিক আম্পায়ার : রুচিরা পল্লিয়াগুরুজে
বর্ষসেরা সাংবাদিক : রেক্স ক্লেমেন্টাই

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer