Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শোভা ছড়াচ্ছে পার্বতীপুর থানা চত্ত্বরের ফুলের বাগান

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২৮ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:১৫, ২৯ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

শোভা ছড়াচ্ছে পার্বতীপুর থানা চত্ত্বরের ফুলের বাগান

ছবি : বহুমাত্রিক.কম

দিনাজপুর : শীতের সকালে প্রকৃতি যখন কুয়াশার চাদরে মুড়ে থাকে, তখন বাগানে উকি দেয় ডালিয়া, ষ্টার, গাঁদা, সাইলোসিয়া, ক্যাবেস, গ্যাজিলিয়া, সেলফিয়া, জুঁই, লাল রঙের দেশি-বিদেশী বিভিন্ন জাতের এসব বাহারি ফুল থানা চত্তরের সামনে দেখা মিলেছে ফুলের বাগানে।

নিজ উদ্যোগেই এবাগান করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান। এসব ফুল যেমন থানার কর্মকর্তা-কর্মচারীদের মন উজ্জীবিত করে, তেমনি মুগ্ধ করে দর্শনার্থীদেরও। ব্যতিক্রমী এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা।

হাবিবুল হক প্রধান বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থানার এবাগানের ফুল দিয়ে শহীদ মিনারে সকল শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিভিন্ন কারণেই থানায় প্রতিদিন অনেক লোকজন আসেন। ফুলকে ভালোবাসে না সমাজে এমন মানুষ খুঁজে পাওয়া হয়ত বা যাবে না।

ওসি হাবিবুল হক প্রধান প্রায় ১৫ প্রজাতের ফুলের চারা লাগিয়ে থানা চত্ত্বরে গড়ে তুলেছেন বাগান। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ফুলের বাগানের পরিচর্যা করেন তিনি। আর একটু সুযোগ পেলেই বাগানের পরিচর্যার কাজে নেমে পড়েন। সেই সাথে থানার কর্মরত পুলিশ সদস্যরাও। থানা চত্ত্বরে ওসির গড়ে তোলা বাগানটি মানুষের আকর্ষণ তৈরী করেছে।। অনেকেই সুযোগ হলে পরিবারকে নিয়ে দেখতে চলে আসছেন।

পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি ও সাংস্কৃতিককর্মী আমজাদ হোসেন ফুলের বাগান দেখতে এসে বলেন, এথানার পুলিশ সদস্যরা শত ব্যস্ত থাকার পরও যে ফুলের বাগান সাজিয়েছেন এতে তারা প্রশংসার দাবিদার।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer