Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

শেষ হল উত্তরা থিয়েটারের পথনাট্য উৎসব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৫, ২৫ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শেষ হল উত্তরা থিয়েটারের পথনাট্য উৎসব

ছবি : সংগৃহীত

ঢাকা : মহান বিজয় দিবস ও উত্তরা থিয়েটার এর ৩০ম বর্ষ পদার্পন উপলক্ষে তিন দিনব্যাপি পথনাট্য উৎসব শেষ হয়েছে।

উৎসবের তৃতীয় ও সমাপনি দিনে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান এবং সভাপতিত্ব করেন উত্তরা থিয়েটার এর প্রতিষ্ঠাতা খুরশীদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের আহ্বায়ক আমিনুল ইসলাম বেদু, ঢাকা জেলা পরিষদের সদস্য মুহাম্মদ সামছুদ্দিন লাভলু, নারী উদ্যোক্তা কবি আইরিন খান, রিজেন্ট ট্রাভেলস এন্ড টুরস এর চেয়ারম্যান মোহাম্মদ আল মামুন।

স্বাগত বক্তব্য রাখেন উত্তরা থিয়েটার এর ৩০ম বর্ষে পদার্পন এবং বিজয় দিবস উদযটির কমিটির আহ্বায়ক সাংবাদিক এ কে এম শরিফুল ইসলাম খান।

উত্তরা থিয়েটার এর সাংগঠনিক সম্পাদক হায়দার কবির মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের আহ্বায়ক মেজর (অব.) আমিন আহমেদ আফসারি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দফতর সম্পাদক খোরশেদুল আলম, মালেক মুনশি, সিনিয়র সহ সভাপতি- উত্তরা থিয়েটার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, উত্তরা থিয়েটার, মুক্তমঞ্চের আহবায়ক মনিরুল ইসলাম, উদযাপন কমিটির সচিব সাইফুল ইসলাম কাজল।

নাট্যোৎসবের সমাপনি দিনে ৪টি নাট্য গ্রুপ তাদের নাটক পরিবেশনা করেন। গত ২১ ডিসেম্বর ৩ দিনব্যাপি পথনাট্য উৎসবটি শুরু হয়। উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন খুরশীদ আলম।

অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামীলীগ এর কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম এ এম রাজু আহাম্মেদ, রিডিম পূর্বাচল সিটির চেয়ারম্যান সৈয়দ হোসেইন সৈকত, বাংলাদেশ পথনাট্য পরিষদের সি. সহ সভাপতি মিজানুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তরা থিয়েটারের সিনিয়র সহ সভাপতি মালেক মুনশি, উত্তরা থিয়েটারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তরা থিয়েটার এর ৩০ম বর্ষে পদার্পন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক এ কে এম শরিফুল ইসলাম খান।

উৎসবের উদ্বোধনী দিনে ৪ টি গ্রুপ তাদের নাটক পরিবেশনা করেন। উত্তরা থিয়েটারের- ইঁদারা, স্বদেশ থিয়েটারের- সঠিক পথে চলো, কাব্য বিলাসের- শ্রুতি বাক। এছাড়া বাউল তরীর- সঙ্গীত এবং উদীচী আবৃত্তি পরিবেশনা করেন।

পথনাট্য উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। সভাপতিত্ব করেন উত্তরা থিয়েটার এর প্রতিষ্ঠাতা খুরশীদ আলম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরা থিয়েটার এর ৩০ম বর্ষে পদার্পন এবং বিজয় দিবস উদযটির কমিটির আহ্বায়ক এ কে এম শরিফুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রতিদিনের চিত্র’র সম্পাদক অয়ন আহমেদ, উত্তরা প্রেস ক্লাবের সভাপতি সেলিম কবির, মুক্ত মঞ্চ উত্তরার আহ্বায়ক মনিরুল ইসলাম এবং উত্তরা থিয়েটার এর ৩০ম বর্ষে পদার্পন এবং বিজয় দিবস উদযাপন কমিটির সচিব সাইফুল ইসলাম কাজল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মালেক মুনশি, নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরা থিয়েটার এর সাংগঠনিক সম্পাদক হায়দার কবির মিথুন।

উৎসবের দ্বিতীয় দিনে ৪টি গ্রুপ তাদের নাটক পরিবেশনা করেন। উত্তরা থিয়েটারের (মাইম) নারী, চন্দ্রকলা থিয়েটারের যদি কিছু মনে না করেন, নাট্যভুমির মহাবিপদ এবং পিদিম থিয়েটারের নাটক কথার কথা। সঙ্গীত পরিবেশন করেন কুসুম কলি ললিতকলা একাডেমীর শিশু শিল্পীরা এবং ব্যান্ড সঙ্গীত পরিবেশনা করেন ‘রেসনেন্স’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer